স্বাধীনতার উৎসবে গাইবেন মমতাজ-বাপ্পা


প্রকাশিত: ০৭:২২ এএম, ১০ মার্চ ২০১৬

স্বাধীনতার উৎসবের কনসার্টে গাইবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ও বাপ্পা মজুমদার। সাথে আরো থাকবেন পড়শী, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া।

আগামী ১১ মার্চ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার উৎসবে’। অনুষ্ঠানটি এটিএন বাংলা সন্ধ্যা ৭টার সংবাদের পর থেকে রাত ১০টা পর্যন্ত ‘ঘাঁটি বাশার’ থেকে সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও থাকবে বিমান বাহিনীর নিজস্ব শিল্পীদের পরিবেশনা।

বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন ব্যক্তিবর্গ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান, অনুষ্ঠানের স্পন্সরসহ আমন্ত্রিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ, জেসিও, এয়ারম্যান এবং তাদের পরিবারবর্গ।

হুমায়রা এবং ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।