কিং খানকে ছাড়িয়ে শীর্ষে সালমান


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

বলিউড কিং শাহরুখ খানকে পেছনে ফেলে শীর্ষ ভারতীয় সেলিব্রেটির তকমা দখল করলেন সালমান খান। ফোর্বস ইন্ডিয়ার জরিপে ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ ভারতীয় সেলিব্রেটির তালিকায় এক নম্বরে রয়েছেন সালমান। এর আগে দুই বছর ধরে তালিকার এক নম্বরে ছিলেন শাহরুখ।


এবার তালিকার তিন নম্বরে চলে গেছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া ১০০জন ভারতীয় সেলিব্রেটির তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে এক নম্বরে রয়েছেন সালমান খান, দুই নম্বরে রয়েছে বলিউড বিগ বি অমিতাভ বচ্চন।


শাহরুখ খান রয়েছেন তালিকার তিন নম্বরে। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি, পঞ্চম স্থানে রয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। এরপর পর্যায়ক্রমে রয়েছেন অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাড়ুকোন ও শচিন টেন্ডুলকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।