অস্কার দৌঁড়ে বিক্রম ঘোষ ও সনু নিগম


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

শেষ অবধি কী হবে তা চূড়ান্ত দিনেই জানা যাবে। তবে এটাও কি কম সম্মানের? এই প্রথম কোনও বাঙালি সঙ্গীত ব্যক্তিত্ব অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছেন। তিনি বিক্রম ঘোষ। ‘জল’ ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য বিক্রম ঘোষ ও সনু নিগম যৌথভাবে অস্কারের মনোনয়নের দৌড়ে পৌঁছে গেছেন।

অস্কারের সেরা ছবির সঙ্গীত বিভাগের মনোনয়ন তালিকায় ১১৪ টি গানের মধ্যে জায়গা করে নিয়েছেন বিক্রম ও সনুর মিলিত আবহ। সেরা পাঁচের মধ্যে রয়েছেন তিন ভারতীয়। রজনীকান্তের ‘কোচাড়িয়া’, হলিউড ছবি ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’, ‘মিলিয়ন ডলার আর্ম’ ছবিতে কম্পোজার হিসেবে এআর রহমানের নাম ঠাঁই পেয়েছে অস্কারের মনোনয়নে। এআর রহমান অবশ্য এর আগেও ‘১২৭ আওয়ার্স’ ছবির জন্য মনোনীত এবং ‘স্লামডগ মিলিওনেয়ার’র জন্য দুটি অস্কার পান।

জানুয়ারির ১৫ তারিখ অস্কারের সম্পূর্ণ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অস্কার প্রদান করা হবে। এটি ৮৭তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।