দীপিকার পাশে এখনও সিদ্ধার্থ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৪

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন বেশ ঝামেলাতেই রয়েছেন। রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলার পর মিডিয়ার সামনে খুব সাবধানেই চলছিলেন। কিন্তু এরই মধ্যে আরেকটি খবর রটে গেলো। দীপিকার সঙ্গে সম্পর্কে কথা বলে দিলেন সিদ্ধার্থ মালিয়া।

ব্রিটেনে বেড়ে ওঠা আমেরিকান অভিনেতা সিদ্ধার্থ এক প্রভাবশালী দৈনিককে জানান, আমরা ডেটিং করেছি। এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ রয়েছে। আনুশকা শর্মার সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে গুজব ছড়িয়েছে। কিন্তু তার সঙ্গে আমার মাত্র দুইবার দেখা হয়েছে। একবার যখন দেখা হয়, তখন আমার সঙ্গে দীপিকাও ছিল।

দীপিকার সাবেক এই সম্পদশালী প্রেমিকাকে সাম্প্রতি ফ্রিদা পিন্টোর জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়। সেখানে দীপিকার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এভাবে খোলাসা করে দেন। - ইন্ডিয়া টুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।