মালাইকা আবার আইটেম গানে
মুন্নি বদনাম হুই খ্যাত মালাইকা অরোরা খান ঝলক ছড়ানো আরেকটি আইটেম গান নিয়ে আবারো রুপালি পর্দায় হাজির হচ্ছেন। মিডডের খবরে জানা গেছে, `ডলি কি ডলি` ছবির একটি গানে আবারো নাচের ঝঙ্কার তুলেছেন মালাইকা।
সম্প্রতি এই ছবির ফ্যাশন খতম মুঝ পে নামের একটি আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। গানটি লিখেছেন শাজিদ ওয়াজিদ। এতে কণ্ঠ দিয়েছেন মমতা শর্মা এবং ওয়াজিদ খান।
ছবিটি প্রযোজনা করছেন বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান। এ প্রসঙ্গে আরবাজ খান বলেন, "আমরা ইতোমধ্যে `ফ্যাশন খতম মুঝ পে` গানটির শুটিং সম্পন্ন করেছি। `মুন্নি`র দর্শকপ্রিয়তার কথা চিন্তা করেই এতে মালাইকাকে রাখা হয়েছে।"
এদিকে, গানটি সম্পর্কে মালাইকা বলেন, নানা রকম চমকে ভরপুর রয়েছে ফ্যাশন খতম মুঝ পে গানটি। আশা করি, এই গানের জনপ্রিয়তা মুন্নিকেও ছাড়িয়ে যাবে। সূত্রটি আরো জানিয়েছে, একজন তরুণীর বিয়েকে কেন্দ্র করেই ডলি কি ডলি`র পটভূমি গড়ে উঠেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সোনম কাপুর। তার সহশিল্পী হিসেবে রয়েছেন পুলকিত সম্রাট, রাজ কুমার রাও এবং বরুণ শর্মা। ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে।