চা বিক্রেতা শশী!


প্রকাশিত: ০২:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী শশী বরাবর ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন। এবার তাকে দেখা যাবে রেলস্টেশনের চায়ের দোকানি চরিত্রে। আলী সুজনের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বাকতলীর পরী’তে পরী চরিত্রে অভিনয় করছেন।

এ টেলিফিল্মে গ্রাম থেকে মনিরা মিঠু তাকে নিয়ে এসে শহরে অন্ধকার জগতে বিক্রি করে দেয়। নিজেকে বাঁচাতে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। কিন্তু তাকে উদ্ধার করেন স্টেশনমাস্টার। তিনিই তাকে আশ্রয় দেন। এভাবেই চায়ের দোকানে কাটে শশীর জীবন। সে জীবনে আসে নতুন ভালোবাসার মানুষ। তাকে নিয়ে তিনি ঘরবাঁধার স্বপ্ন দেখেন। এভাবেই চলতে থাকবে টেলিফিল্মের কাহিনী।

এতে শশীর বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। এ টেলিফিল্ম প্রসঙ্গে শশী বলেন, এ টেলিফিল্মের কাহিনী বাস্তবধর্মী। আমাদের সমাজে এমন অনেক মেয়ে নীরবে কেঁদে বেড়াচ্ছে। আমরা কেউ তা জানি না। তাদের ঘটনাবলী সবাইকে জানানো উচিৎ বলেই মনে করি।

এতে অভিনয় করে ভালো লেগেছে। আশা করি, টেলিফিল্মটি দর্শক উপভোগ করবেন।’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন ড. এনামুল হক, কামরুল বাহার, মিতালী শিলাসহ অনেকে। এটি শিগগির যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।