প্রাণ লাচ্ছি মে দিবস কনসার্ট মাতালেন রিংকু
প্রাণ লাচ্ছি মহান মে দিবস কনসার্টে পঞ্চগড়ের স্টেডিয়ামভর্তি দর্শক মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। অল টাইম এর সহযোগিতায় কনসার্টে জনপ্রিয় তারকা সজল এবং আনিসা ছাড়াও স্থানীয় দুইজন শিল্পী গান পরিবেশন করেন। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড পঞ্চগড় ইউনিট এবং রেড ক্যাফে পঞ্চগড় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করে। কনসার্ট পরিচালনা করেন জাগোনিউজ.কম এর পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম।
প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত প্রাণ লাচ্ছি মহান মে দিবস কনসার্টে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মমিন দুইটি গান পরিবেশন করেন। পরে শুভেচ্ছা বক্তৃতা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল এবং রেড ক্যাফের পরিচালক সফিকুল আলম।
কনসার্ট সফল করতে আয়োজকদের পক্ষ থেকে গত ৭ দিন ধরে জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়। কনসার্টে গান পরিবেশন বিকেল ৪টা থেকে শুরু হলেও প্রধান শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রিংকু গান পরিবেশন শুরু করেন সন্ধ্যার পর। এর আগেই বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার পদভারে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম এলাকা। স্টেডিয়াম কানায় কানায় ভরে যায় নারী-শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকে।
ভাবের গান ‘একবার আল্লাহ বল’’ দিয়েই দর্শকদের আকৃষ্ট করেন রিংকু। পরে ‘একবার এসে দেখে যাও’, ‘তোমার লেখা গান আমি গাইবো’ এমন সব জনপ্রিয় গানে স্টেডিয়াম ভর্তি দর্শকদের মাতিয়ে তোলেন। এ সময় হাজার হাজার দর্শকের করতালিতে মুগ্ধ হন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিংকু।
শিল্পীরা গানের মাঝে প্রাণ লাচ্ছি, অল টাইম পণ্যসহ প্রাণ-আরএফএল গ্রুপের যেকোনো পণ্য গুণে-মানে সেরা উল্লেখ করে দর্শকদের প্রতি এসব পণ্য ব্যবহারের আহ্বান জানান। রাত ৯টা পর্যন্ত চলে গান পরিবেশন। কনসার্টের রেডিও পার্টনার ছিলো জাগো এফএম ৯৪.৪।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান শুভেচ্ছা বক্তৃতায় একটি দেশের গানের কয়েক লাইন গেয়ে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল বিনোদন নির্ভর এমন একটি অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান।
সফিকুল আলম/বিএ