মাতালের চরিত্রে মৌ
একটি গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাদিয়া ইসলাম মৌ। প্রতিদিন একটি নির্জন চাইনিজ রেস্টুরেন্টে মদ্যপান করে মাতাল হয়ে পড়ে থাকে সে। রেস্টুরেন্টটি হচ্ছে অপূর্বর বন্ধুর। নিজের বন্ধুর রেস্টুরেন্টে মৌকে দেখে কৌতূহল হয় অপূর্বর। সে জানার চেষ্টা করে কেন মৌ এরকম অস্বাভাবিক আচরণ করছে। অপূর্ব জানতে পারে, মৌয়ের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে তারই পছন্দের একটি ছেলে। ছেলেটি ওদের বেশকিছু টাকা-পয়সা মেরে দিয়ে পালিয়ে যায়। এরকম পরিস্থিতিতে মৌয়ের বাবা মারা যান।
এই ঘটনার পর থেকে জীবনের প্রতি আশা হারিয়ে হতাশায় মৌ। কষ্টের স্মৃতিগুলোকে ভুলে থাকার জন্য মদ্যপান করতে থাকে সে। এদিকে অপূর্বর মা ছেলের বিয়ে দিতে চান সুন্দরী তরুণী সুভার সঙ্গে। পাশাপাশি বন্ধুর রেস্টুরেন্টে আসা মডেল শারমিন নিপুও অপূর্বকে প্রেমের প্রস্তাব দেয়। সব আকর্ষণকে উপেক্ষা করে অপূর্ব মৌয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে চান। কিন্তু মৌ তখন অপূর্বকে জানায় সে কখনও বিয়ে করবে না।
গল্পটি সম্প্রতি ঢাকার উত্তরাতে দৃশ্য ধারণ করা রোমান্টিকধর্মী একক নাটক ‘ব্রোকেন হার্ট’-এর। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, নাটকটির চিত্রনাট্য বেশ চমৎকার। কাহিনীতেও বেশ চমক রয়েছে। মাতালের অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছি।
অপূর্ব বলেন, গল্পের মধ্যে ভেরিয়েশন রয়েছে। চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেয়ার। আশা করছি সবারই ভালো লাগবে।
এটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।