খলনায়ক শতাব্দী ওয়াদুদ
আবারও খলনায়কের চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। ছবির নাম চোখের দেখা। এর আগে গেরিলা ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
গত শুক্রবার ঢাকা বক্সিং স্টেডিয়ামে পি এ কাজল পরিচালিত চোখের দেখা ছবির শুটিংয়ে অংশ নেন শতাব্দী। এরই মধ্যে তিনি শেষ করেছেন বাপজানের বায়োস্কোপ ছবির শুটিং।