বর্ষসেরা ব্যাচেলর রণবীর


প্রকাশিত: ০৩:৪০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

কে চায় স্বেচ্ছায় গলায় গামছা বেঁধে ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে ? রণবীর সিংও চান না। তিনি বরং বলছেন, ‘এই বেশ ভালো আছি।’ ভালো তো থাকবেনই। রণবীর কাপুর আর হৃতিক রোশনকে টপকে বলিউডের বর্ষসেরা ব্যাচেলর যে নির্বাচিত হয়েছেন। এফএইচএম সাময়িকীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই খেতাব।

এক পুরস্কার অনুষ্ঠানে এসে বেমক্কা প্রশ্নের মুখে পড়লেন রণবীর সিং। তিনি তো চুটিয়ে প্রেম করছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তাহলে কি তাঁকে পুরো ব্যাচেলর বলা যায়? রণবীরের কূটনৈতিক উত্তর, ‘তাত্ত্বিকভাবে ব্যাচেলর মানে হলো যে এখনো বিয়ে করেনি। সেই হিসাবে আমি তো ব্যাচেলরই। ব্যাচেলর থাকা অবস্থাতেই এরকম খেতাব পাচ্ছি, এ জন্য আমি খুশি।’

তবে বাতাসে গুঞ্জন, ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিয়ে শিগগির নাকি ‘বিয়ে’ পাস করতে চলেছেন এই অভিনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।