আজকের জোকস : ১২ জুন ২০১৫


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১২ জুন ২০১৫

ওটা মিসকল ছিল

মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইল তাদের কানের অংশ হয়ে উঠেছে।

একদিন মন্টু বলল, ওগো শুনছো। শুনলাম মোবাইলে এতো বেশি কথা বললে নাকি অসুখ- বিসুখ করতে পারে। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান- প্রদান করবো।

শুনে মলি বলল, হ্যাঁ। তা তো ভালোই বলেছো। কিন্তু চিঠি দেব কী করে?

মন্টু: কেন? প্রাচীনকালের মতোই। কবুতরের পায়ে বেঁধে! ব্যস।

পরদিন থেকে শুরু হলো চিঠি আদান-প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একসময় মলির কাছে উড়ে এলো কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই।

নিয়ম ভেঙে মন্টুকে ফোন করে বসলো মলি, কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি?

মন্টু: আহ! বুঝলে না? ওটা মিসকল ছিল।


এক পায়ে নুপুর

গার্লফ্রেন্ড : একটা গান শুনাবো শুনবে?
বয়ফ্রেন্ড : হ্যাঁ শুনাও।
গার্লফ্রেন্ড : এক পায়ে নুপুর আমার। অন্য পা খালি...
বয়ফ্রেন্ড : হা হা হা।
গার্লফ্রেন্ড : হাসলে কেন?
বয়ফ্রেন্ড : যতই চালাকি করো না কেন আমি কিন্তু আর নুপুর কিনে দিতে পারব না।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।