বাবা হচ্ছেন লিঙ্গ প্রতিস্থাপনকারী পুরুষ!


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৭ জুন ২০১৫

বিশ্বের প্রথম লিঙ্গ প্রতিস্থাপনকারী পুরুষ হিসেবে সন্তানের বাবা হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কেপটাউনের নাম প্রকাশে অনিচ্ছুক এই ২২ বছরের যুবকের পুরুষাঙ্গ কাটা পড়ে গোষ্ঠীগত ধর্মীয় আচারের অংশ হিসেবে। প্রতিবছর, বিশেষ করে জোসা সম্প্রদায়ের মধ্যে, এই আচার পালনে ভুলের মাশুল এভাবেই গুনতে হয় গড়ে আড়াইশো পুরুষকে।

লিঙ্গচ্ছেদের পর ওই যুবক গত মার্চে কেপ টাউনের টাইগারবার্গ হসপিটাল এবং স্টেলেনবসক বিশ্ববিদ্যালয়ের একটি পাইলট প্রকল্পের অধীনে লিঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেন। পাঁচ সপ্তাহের মধ্যে তার লিঙ্গ কর্মক্ষম হতে শুরু করে। তিনি স্বভাবিকভাবে প্রস্রাব করতেও সমর্থ হন।

বাকি ছিল শুধু পিতৃত্বের বিষয়টি। সম্প্রতি তার বান্ধবীর গর্ভধারণের সংবাদে সেটিও নিশ্চিত হলো।

ওই প্রকল্পের চিকিৎসকরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। কারণ, এই অস্ত্রোপচার এখন ক্যান্সার বা অন্যান্য দুর্ঘটনা অথবা অসুস্থতায় বাদ পড়া লিঙ্গ প্রতিস্থাপনে একটি দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।