রাশিফল : ২৮ নভেম্বর


প্রকাশিত: ০৪:১৬ এএম, ২৮ নভেম্বর ২০১৪

মেষ: একাধিক উপায়ে অপ্রত্যাশিত অর্থাগম। হঠকারী সিদ্ধান্তে পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। হজমের গণ্ডগোল ভোগাবে।

বৃষ: কর্ম পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা। প্রকৃত বন্ধুর সাহায্যে কপট স্বজনের মুখোশ খুলে দিতে পারেন। নতুন যোগাযোগে বাড়তি উপার্জনের পথ মিলতে পারে।

মিথুন: স্বজনবান্ধবের সঙ্গে বিবাদে সম্পর্কহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে অশান্তির অবসান। নৃত্যনাটকাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি।

কর্কট: পদোন্নতি ফের পিছিয়ে যাওয়ায় হতাশা বাড়তে পারে। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের ব্যবহারে মানহানি। সংক্রমণে জ্বরজ্বালা ভোগাবে।

সিংহ: কর্মকৌশলের অভিনবত্বের স্বীকৃতি ও পদোন্নতির সম্ভাবনা। সম্পত্তি ক্রয়বক্রয় লাভজনক না-ও হতে পারে। মুখমণ্ডলের পীড়ায় দুর্ভোগ।

কন্যা: বিলম্বে হলেও শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। মামলার ফল অনুকূলে যাওয়ারই ইঙ্গিত। বাহন ক্রয়ের সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

তুলা: ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরবর্তী স্থানে যাত্রার যোগাযোগ হতে পারে। অত্যধিক উচ্চাভিলাষ থেকে বিড়ম্বনার আশঙ্কা। গুরুজনের পরামর্শে সঙ্কটমোচন।

বৃশ্চিক: নতুন কর্মোদ্যমে সাফল্যের সম্ভাবনা। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। অ্যাপেন্ডিসাইটিস জাতীয় সমস্যার প্রকোপ বৃদ্ধি।

ধনু: কোনো আত্মীয়ের মন্ত্রণায় পরিবারে অশান্তি বাড়বে। বন্ধুর অন্য মুখ চমকে দিতে পারে। অস্থিসমস্যার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

মকর: সৃষ্টিশীল কাজের সূত্রে আয় বৃদ্ধির হদিস। প্রভাবশালী ব্যক্তির পরোক্ষ প্রভাব কর্মক্ষেত্রে উন্নতির সহায়ক হবে। পিতৃস্থানীয় স্বজনের সঙ্গে বিরোধ।

কুম্ভ: বিকল্প কাজের সন্ধানে আশার আলো। দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হতে পারে। স্বাধীন পথে উপার্জনকারীদের পক্ষে শুভ দিন।

মীন: অস্থিরতার জন্য কর্মপরিকল্পনায় বাধা। সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে না-ও যেতে পারে। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে আকস্মিক মোড় চিন্তা বাড়াবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।