বিশ্বের সবচেয়ে খাটো কুকুর, রিমোটের চেয়েও ছোট

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

সম্প্রতি গিনেস বুকে নাম উঠলো বিশ্বের সবচেয়ে ছোট কুকুর পার্লের। উচ্চতায় টিভি রিমোটও তার চেয়ে বেশি উঁচু। আর লম্বায় একটি নোটের সমান। চিহুয়াহুয়া গোত্রের এক কুকুরের আকার এতটাই ছোট।

চিহুয়াহুয়া গোত্রের মেয়ে কুকুর পার্লের জন্ম হয়েছে ২০২০ সালের ১ সেপ্টেম্বর। পার্লের বয়স ২ বছর হলেও আর পাঁচটা কুকুরের মতো বড় হয়নি পার্ল। তার উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি। দৈর্ঘ্য ৫ ইঞ্চি। যা একটি টিভির রিমোট, এমনকি একটি স্কেলের চেয়েও ছোট বলা যায়। আর সেই ছোট্ট কুকুরের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থের হিসাব শুনে হতাবাক বিশ্ব।

jagonews24

একটি এক ডলারের নোটের প্রায় সমান পার্ল। এরই মধ্যেই বিশ্বের সবচেয়ে ছোট্ট কুকুর হিসেবে হইচই ফেলে দিয়েছে পার্ল। গত ১০ এপ্রিল গিনেস বুক রেকর্ডে সবচেয়ে ছোট্ট কুকুর হওয়ার স্বীকৃতি জিতেছে পার্ল।

আরও পড়ুন: ৩০ বছর কাটেন না গোঁফ, বেড়ে হলো ২ ফুট

বর্তমানে পার্লের ঠিকানা ইতালিতে ভ্যানেসা সেলমারে। পার্লের আগে বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের রেকর্ড ছিল মিরাকল মিলির। ২০২০ সালে ৩.৮ ইঞ্চি উচ্চতার মিরাকাল মিলির মৃত্যু হয়। এরপর সেই খেতাব পায় পার্ল। মিলির মতোই জন্মের সময় পার্লের ওজন ছিল মাত্র ২৮ গ্রাম।

jagonews24

পার্লের মালিক ভ্যানেসা সেমলার জানিয়েছেন চিহুয়াহুয়া প্রজাতির কুকুর বেশ রাগী হলেও পার্ল কিন্তু সেই তুলনায় শান্তশিষ্ট। বরং বিশ্বের সবচেয়ে ছোট্ট কুকুরটি নতুন জামা পরতে এবং সাজগোজ করতে ভালোবাসে। তার প্রিয় খাবার হলো মুরগির মাংস এবং স্যামন মাছ।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।