চমেক হাসপাতাল

জন্মগত হৃদরোগ আক্রান্ত ৪৫০ শিশুর স্ক্রিনিং করল তুরস্কের চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৪ মে ২০২৫

চট্টগ্রামে হৃদপিণ্ডের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া ৪৫০ শিশুর স্ক্রিনিং (পরীক্ষা নিরীক্ষা) করলো তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকদল। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসকদের উপস্থিতিতে তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই কর্মযজ্ঞ সম্পন্ন করেন। স্ক্রিনিং সম্পন্ন করা শিশুদের আগামী সেপ্টেম্বর মাসে সার্জারি ছাড়া বিশেষ ডিভাইস স্থাপন ও প্রয়োজনীয় সার্জারি করা হবে।

এ কাজে সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সাহায্য সংস্থা মুতদা এইড। গরীব ও সুবিধাবঞ্চিত শিশুদের এই চিকিৎসা বাইরে করালে খরচ হবে অন্তত আড়াই লাখ টাকা। সেই কাজটি বিনামূল্যে করে দেবে দাতা সংস্থাটি।

এ বিষয়ে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নূর উদ্দিন তারেক বলেন, প্রাথমিকভাবে ৪৫০ শিশুকে স্ক্রিনিং করে দেখা হয়েছে। তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকদল আগামী সেপ্টেম্বরে মাসে পুনরায় এসে তাদের চিকিৎসা দেবেন।

এ ক্ষেত্রে অনেকের বিশেষ ডিভাইস লাগবে। এছাড়া অনেকের সার্জারি লাগবে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষ চিকিৎসক চিকিৎসক টিম নিয়ে আসবেন

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।