স্বাস্থ্যখাতে ইন্দোনেশিয়ার এমএকের সঙ্গে চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৫ মে ২০২৫

দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো আরও দৃঢ় করা এবং চিকিৎসা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে এগিয়ে এসেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দেশটির বৃহত্তম চিকিৎসা যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেগা আন্দালান কালাসান (এমএকে) এ বিষয়ে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান টেকভাইটাল সিস্টেমস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।

সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সুয়োকো।

এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় ম্যাক, টেকভাইটালকে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে।

টেকভাইটাল সিস্টেমস আন্তর্জাতিক মানের চিকিৎসা-প্রযুক্তি যন্ত্রপাতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী বিদেশ থেকে আমদানি করে, যা পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন টেকভাইটাল সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ এবং ম্যাক-এর ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ই. দ্বি এতনাওয়াতি।

এ বিষয়ে টেকভাইটালের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন রশিদ বলেন, ‘স্বাস্থ্যসেবার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সব সময় আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার চেষ্টা করে এসেছি। ম্যাক-এর সঙ্গে এই অংশীদারত্ব আমাদের সে মিশনকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের শহর থেকে গ্রাম—সব অঞ্চলের মানুষ যেন স্বাস্থ্যসেবায় বিশ্বমানের প্রযুক্তির সুবিধা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

বাংলাদেশে সর্বাধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেকভাইটালের সঙ্গে এই অংশীদারিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাক-এর ভাইস প্রেসিডেন্ট এতনাওয়াতি বলেন, ‘উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। টেকভাইটালের সঙ্গে এ চুক্তি আমাদের সেই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে। আমরা বিশ্বাস করি, একত্রে কাজ করে বাংলাদেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপ্তো রুদিয়ান্তো এবং অর্থনৈতিক বিষয়ক তৃতীয় সচিব রব্বি হারখা।

এমএমএআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।