৮ ও ১১ জুন খোলা থাকবে বিএমইউয়ের বহির্বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৭ জুন ২০২৫
হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে/ ফাইল ছবি

ঈদের ছুটিতেও রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) বহির্বিভাগ ৮ ও ১১ জুন খোলা থাকবে। এছাড়া প্রতিদিনই হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

শনিবার (৭ জুন) বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক জনবল কাজ করছে। তাদের জন্যও ঈদের দিন উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে দায়িত্ব পালনকালে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের ছুটিতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। গত বৃহস্পতিবার, আগামীকাল রোববার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এর আগে বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এসইউজে/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।