আরও ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত, বরিশালেই ৮৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১২ জুন ২০২৫
ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৮৯ জনই বরিশাল বিভাগের।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশে ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটির ১০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, ঢাকা বিভাগের তিনজন এবং ঢাকা উত্তর ও রাজশাহী বিভাগের একজন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে শিশু ও তরুণরাই বেশি।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত হন।

এসইউজে/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।