মানুষ যেন মাস্ক পরতে বাধ্য হয়, তৎপরতা চান স্বাস্থ্যের ডিজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মানুষ যেন মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হন তা চান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, করোনার সংক্রমণরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করতে পারে। এরই মধ্যে কোভিড-১৯ প্রতিরাধে গঠিত জাতীয় কারিগরি কমিটির পরামর্শে সরকার মুখে মাস্ক পরাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনাসমূহ বাস্তবায়ন স্বাস্থ্য অধিদফতরের হাতে নয়। মানুষ যেন মাস্ক ব্যবহারে বাধ্য হন সে ব্যাপারে সংশ্লিষ্টদের তৎপরতা আশা করেন।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে আায়োজিত এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণ করতে হবে। দেশে প্রয়োজনীয় সংখ্যক টিকার মজুত রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার জন্য বয়স কমিয়ে ৫০বছর করা হয়েছে।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।