ছাত্রআন্দোলন

আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
আন্দোলনে আহত একজন রোগী/ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের সেবা দিতে সিঙ্গাপুর থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সফররত চিকিৎসকরা ১ ও ২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালে সেবা দেবেন।

রোববার (২৬ জানুয়ারি) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞরা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।

১ ও ২ ফেব্রুয়ারি উল্লিখিত হাসপাতালগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের সেবা দেবেন বিদেশি চিকৎসকরা।

এসইউজে/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।