ফিলিপাইনে বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

ফিলিপাইনে বিমানবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বুধবার (৫ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে অভিযান চালানোর সময় বিমানবাহিনীর প্লেনটি বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের।

কখন ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের কালাতুংয়ান পাহাড়ি এলাকায় ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।