জাপানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৯ মার্চ ২০২৫
ছবি: এএফপি

অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। যদিও এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতোর মেয়র এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি থেকে গ্রামাঞ্চলের আশেপাশের পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৪ হাজার ২০০ জনেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার আর ঝুঁকি নেই। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন প্রায় ২ হাজার ৯০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে জাপানের বৃহত্তম দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে হোক্কাইডো দ্বীপে ১৯৭৫ সালের আগুনে ২ হাজার ৭০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সহজ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার পরিণতি জাপানেও দেখা যাচ্ছে।

ফেব্রুয়ারিতে দেশটির ওফুনাতোতে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালের ৪ দশমিক ৪ মিলিমিটারের রেকর্ডকে ভেঙেছে।

১৯৭০-এর দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে জাপানে দাবানলের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জাপানে দাবানলের ঘটনা ঘটে, বিশেষ করে বাতাসের গতি বাড়ে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।