সাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৬ মার্চ ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর পেরুর এক জেলেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। পেরুর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আন্দিনার বরাত দিয়ে সিনএনএন এ তথ্য জানিয়েছে।

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো ৭ ডিসেম্বর দেশটির দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর মার্কোনা থেকে মাছ ধরার নৌকা নিয়ে বের হন। এরপর খারাপ আবহাওয়ার কারণে তিনি তার গতি পথ হারিয়ে ফেলেন।

১১ মার্চ উত্তর পেরুর উপকূল বরাবর ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল।

উদ্ধারের পর নাপা কাস্ত্রো স্থানীয় গণমাধ্যমকে অশ্রুসিক্ত সাক্ষাৎকারে বলেন, তিনি বৃষ্টির পানি, পোকামাকড়, পাখি ও একটি কচ্ছপ খেয়ে বেঁচে থাকতে পেরেছেন।

নাপা কাস্ত্রো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি জীবনকে টিকিয়ে রাখার জন্য পরিবারের কথা ভাবতেন।

তিনি বলেন, আমি আমার মায়ের জন্য মরতে চাইনি। আমার এক নাতনি ছিল যার বয়স কয়েক মাস। প্রতিদিন আমি আমার মায়ের কথা ভাবতাম।

মেয়ে ইনেস নাপা টরেস তার বাবার জীবন বাঁচানোর জন্য ইকুয়েডরের জেলেদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, ধন্যবাদ, ইকুয়েডরের ভাইয়েরা আমার বাবাকে উদ্ধার করার জন্য। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।

নাপা কাস্ত্রোর পরিবার এবং জেলেদের একটি দল তিন মাস ধরে তাকে খুঁজছিল।

সূত্র: সিএনএন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।