থাইল্যান্ড

ভূমিকম্পের আঘাতে ধসে পড়লো ৩০ তলা ভবন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৮ মার্চ ২০২৫
চোখের পলকে ধসে পড়ে ৩০ তলা ভবন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ৩০ তলা নির্মাণাধীন একটি ভবন। এতে অন্তত ৪৩ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভয়ংকর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ভাইরাল একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের তীব্রতায় কাঁপছে আকাশছোঁয়া ভবনটি। কিছুক্ষণ পরেই আচমকা ধসে পড়ে সেটি, ধুলায় ছেয়ে যায় গোটা এলাকা। এসময় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন আশপাশে থাকা মানুষজন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২৫ জন এবং থাইল্যান্ডে একজন নিহত হয়েছেন। ব্যাংককে একটি বহুতল ভবন ধসে ৪৩ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে থাই পিবিএস।

এদিন তীব্র কম্পনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলায় নির্মাণাধীন ওই ভবনটি ধসে পড়ে। এতে অন্তত একজন নিহত এবং আরও ৪৩ জন ধ্বংসস্তূপে আটকা পড়েন।

আরও পড়ুন>>

পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই এনকোয়ারার।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।