দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৮ মে ২০২৫
ভারত পাকিস্তান সংঘাত/ ছবি: এএফপি

সর্বদলীয় বৈঠকে ভারতের বিরোধী দলের নেতারা ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। কিছুক্ষণ আগেই দিল্লিতে এই বৈঠকটি শেষ হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার পাকিস্তানের অভ্যন্তরে হামলা সম্পর্কে বিরোধী দলগুলোকে অবহিত করেছেন বলে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কাইরেন রিজিজু। তিনি আরও জানান, বিরোধী দলের নেতারা তাদের পরামর্শও দিয়েছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, সরকার বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপনীয় কিছু বিষয় তারা জানাতে পারছে না। আমরা (সকল দল) বলেছি, আমরা সরকারের সঙ্গে আছি।

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন যে, ভারতের দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো উচিত।
গত মাসে পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দিল্লি এই গোষ্ঠীকেই দায়ী করেছে।

ভারত বলছে, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা। জাতিসংঘ একে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।