বিজিবির অভিযান
মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ১৪ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য আটক রাখা ১৪ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মানবপাচার চক্রের হোতা সাইফুল ইসলামের আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান চলছে। সম্প্রতি মালয়েশিয়ায় পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিকে অপহরণ করে সদর ইউনিয়ন দক্ষিণ লম্বরী সাইফুল ইসলামের বাড়িতে জিম্মি করে রাখে বলে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সাইফুলের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার ১৪ জনকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দালালের মাধ্যমে নানা ধরনের প্রলোভন দেখিয়ে এনে জিম্মি করে রাখা হয়েছে। পরে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের জন্য তারা শারীরিক নির্যাতনও চালায়। উদ্ধার ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম