দিলীপ ঘোষের বিয়ের মাস না পেরোতেই সৎ ছেলের রহস্যজনক মৃত্যু

পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার বিয়ে করেছেন একমাসও হয়নি। এর মধ্যেই রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাইপাস লাগোয়া রাজারহাট নিউটাউনের শাপুরজি আবাসন থেকে উদ্ধার করা হয় ২৮ বছর বয়সী প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের মরদেহ।
জানা গেছে, একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন প্রীতম। রাজারহাট নিউটাউনের টেকনোসিটি এলাকার শাপুরজি বহুজাতি আবাসনে থাকতেন। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে আবাসনের বাসিন্দারা বিধাননগর কমিশনারেট পুলিশকে খবর দেন।
আরও পড়ুন>
- ৬০ বছর বয়সে বিয়ে করলেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, বুকে জ্বালা ধরেছে বিজেপি সমর্থকদের
- পশ্চিমবঙ্গে নতুন সদস্য সংগ্রহে ডাহা ফেল বিজেপি
রাজারহাট নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রীতমকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা দেন। ময়নাতদন্তের জন্য প্রীতমের মরদেহ কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, প্রীতমের মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বেঁধেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রিঙ্কু মজুমদারের আগের পক্ষে ছেলের প্রীতম দাশগুপ্তের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধন্দ রয়েছে। শাপুরজি আবাসনে প্রীতম একাই থাকতেন বলে জানা যায়। তার সঙ্গে অন্য কেউ থাকতেন কি না, তিনি কোনো ধরনের অবসাদে ভুগছিলেন কি না সব তদন্ত করে দেখছে পুলিশ।
ডিডি/কেএএ/