ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে

পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৫ মে ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।

রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, দেখুন, পুতিন আর আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।

তিনি বলেন, আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি (পুতিন) যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসঙ্গে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।

এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই গতকাল রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী অভিযোগ করেছে, রাশিয়া তাদের দিকে ১১০টি ড্রোন পাঠিয়েছে যার মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।