বিজেপি ছাড়লেন সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৫ মে ২০২৫

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল। সব গুঞ্জনকে সত্য করে এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন নরেন্দ্র মোদী সরকারের সাবেক সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিজেপির সাবেক সংসদ সদস্য জন বার্লা।

বৃহস্পতিবার (১৫ মে) রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পর জন বার্লা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ। আজ উনি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন। নিজের সমাজের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে। প্রায় ছয় থেকে সাত মাস আগে থেকেই কথা চলছিল। দিদি মাঝেও ফোন করেছিলেন। কাজ করতে বলেছিলেন।

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী বলেন, জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ায় চা-বাগানে সংগঠন শিক্তিশালী হবে। মমতা ব্যানার্জী সঠিক সিদ্ধান্ত নিয়ে জন বার্লাকে যেমন রাজ্য কমিটিতে কাজ করাবেন, তেমনই তাকে চা-বাগানেরও দায়িত্ব দেবেন।

তৃণমূল কংগ্রেসের পতাকা জন বার্লা-র হাতে তুলে দেওয়ার আগে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিজেপি ছেড়ে মা-মাটি-মানুষের দলে যোগ দিচ্ছেন কেন, তা নিজেই বলবেন উনি। চা-বাগানের আন্দোলনের দীর্ঘদিন ধরে যুক্ত আছেন জন। ইউনিয়ন নেতা তিনি। আদিবাসী নেতাও।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।