অপারেশন সিঁদুরের নামে মেয়ের নাম রাখলো ভারতের ১৭টি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৫ মে ২০২৫
উত্তর প্রদেশের কুশিনগর মেডিকেল কলেজ/ এক্স থেকে সংগৃহীত ছবি

পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে অপারেশন সিঁদুরের ‘সাফল্যে’ ও ভারতীয় সেনার বীরত্বে অনুপ্রাণিত হয়ে এবার কন্যাসন্তানদের নাম ‘সিন্দুর’ রাখল উত্তরপ্রদেশের কুশিনগর জেলার ১৭টি পরিবার। সিঁদুরের হিন্দি হলো সিন্দুর।

উত্তর প্রদেশের কুশিনগর মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আর কে শশী বলেন, গত ১০ ও ১১মে কুশিনগর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭টি কন্যাশিশুর জন্ম হয়েছে। পরিবারের সদস্যরা তাদের প্রত্যেকের নামই ‘সিন্দুর’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অর্চনা শাহী নামে এক নবজাতকের মা বলেন, পহেলগাম হামলায় অনেক নারী তাদের স্বামীকে হারিয়েছেন। এর জবাব দিতেই ভারত অপারেশন সিঁদুর চালায়। আমরা গর্বিত। সিঁদুর এখন আর কোনো শব্দ নয়, বরং এটি একটি আবেগ। তাই আমরা আমাদের মেয়ের নাম ‘সিন্দুর’ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ভাতাহি গ্রামের বাসিন্দা আরও এক নারী ভাসমুনি বলেন, যখন আমার মেয়ে বড় হবে, তখন সে এই শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারবে। একজন কর্তব্যপরায়ণ নারী হিসেবে নিজেকে উপস্থাপন করবে।

সম্প্রতি বিহারের একটি পরিবারও তাদের কন্যাসন্তানের নাম ‘সিন্দুর’ রেখেছে। পরিবারের সদস্যরা জানান, বর্তমান পরিস্থিতিতে এরচেয়ে ভালো নাম হতেই পারে না। একদিন ঠিক এই নামের তাৎপর্য অনুভব করবে আমাদের মেয়ে। তাদের আশা, দেশের সেনার মতোই আজকের ছোট্ট মেয়ে ভবিষ্যতে দেশকে গর্বিত করবে।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।