হার্ভার্ডের ৬ কোটি ডলার অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ও জাতিগতবৈষম্য মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ডের জন্য বরাদ্দ প্রায় ৩০০ কোটি ডলারের ফেডারেল অনুদান এবং চুক্তি জব্দ বা বাতিল করেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে রিপাবলিকান প্রেসিডেন্ট শিক্ষাক্ষেত্রে সংস্কার আনতে ফেডারেল গবেষণা অনুদানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি মনে করেন, মার্কিন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমানে মার্কসবাদী, চরম বামপন্থি ও মার্কিনবিরোধী মতাদর্শ দ্বারা প্রভাবিত।
প্রশাসন অভিযোগ করেছে যে, হার্ভার্ড এখনো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জাতিগত পরিচয় বিবেচনা করছে এবং ইহুদি ছাত্রদের প্রতি বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে।
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ও একই ধরনের ইহুদিবিরোধী অভিযোগের কারণে সরকারের নজরে এসেছে।
এর আগে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছিল, স্থগিত বা বাতিল হওয়া অনুদানগুলো ‘নিজেদের পক্ষে পুরোপুরি বহন করা সম্ভব নয়’ আর তাই গবেষকদের জন্য বিকল্প তহবিলের ব্যবস্থা করতে কাজ করছে তারা।
তবে অভিযোগের বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
এমএসএম