পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৩ মে ২০২৫
বৃহস্পতিবার (২২ মে) রাতে পশ্চিমবঙ্গের হরিণঘাটায় ছাত্র পরিষদের কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাকেশ পাড়ুইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কার্যালয় থেকে তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসের ভিতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাকেশ পাড়ুই হরিণঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও মোহনপুর এলাকার বাসিন্দা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন রাকেশ। তার বাবা জানান, পাওনাদারদের চাপের মুখে দুদিন আগে দেড় লাখ টাকা পরিশোধ করেছিলেন রাকেশ। পাওনাদাররা প্রায়ই বাড়িতে এসে চাপ সৃষ্টি করতেন।

রাকেশের মা শিবানী পাড়ুই বলেন, সন্ধ্যায় ছেলেকে ফোন করলে সে জানায় সমস্যায় আছে, পরে কথা বলবে। তবে তাতে সন্দেহ করার মতো কিছু ছিল না।

স্থানীয় সূত্রে খবর, তার সাংসারিক জীবনও ছিল টালমাটাল। স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো তার।

চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, রাকেশ তরুণ ছাত্রনেতা ও কাউন্সিলর ছিলেন। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন। তিনি অনেক টাকা ঋণ করেছিলেন, পাওনাদারদের চাপ ছিল।

বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।