ভারতে পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা উপ-নির্বাচনের দিন ঘোষণা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৫ মে ২০২৫
পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা উপ-নির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গসহ ভারতের চার রাজ্যের বিধানসভা উপ-নির্বাচনের দিন ঘোষনা করলো দেশটির নির্বাচন কমিশন (ইসি)। পশ্চিমবঙ্গে এই নির্বাচন হবে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে।

চলতি বছরের ১৯ জুন হবে ভোটগ্রহণ আর ভোট গণনা হবে ২৩ জুন। রোববার (২৫ মে) পশ্চিমবঙ্গের কালীগঞ্জে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে ইসি।

পশ্চিমবঙ্গ ছাড়াও একই দিনে উপ-নির্বাচন হবে গুজরাট, কেরালা ও পাঞ্জাবে। এগুলো মধ্যে পাঞ্জাবে একটি, কেরালায় একটি ও গুজরাটে ২টি কেন্দ্রে নির্বাচন হবে। কোথাও কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও আবার নির্বাচিত জনপ্রতিনিধির পদত্যাগের জেরে এই কেন্দ্রগুলোতে পুরনায় নির্বাচন হচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালিগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেশ গত ২ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে নাসিরুদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুর কয়েক মাস থেকে নদীয়া জেলার কালিগঞ্জের আসনটা ফাঁকা হয়ে যায়।

এদিকে, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন স্থগিত রাখার পক্ষে ২০২৫ এপ্রিলের মাঝামাঝি সময়ে সরব হয়েছিল বিজেপি। রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠিও দিয়েছিলেন।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।