নিক্কেই এশিয়াকে সাক্ষাৎকার

হাসিনার আমলে অর্থপাচার ও পদত্যাগ নিয়ে যা বললেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৯ মে ২০২৫
নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫’-এ ড. মুহাম্মদ ইউনূস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

তিনি বলেন, দেশের ভেতরে ১১ থেকে ১২ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ এরই মধ্যে শনাক্ত ও জব্দ করা হয়েছে।

ইউনুস আরও জানান, এই বিপুল পরিমাণ অর্থ সরকারের নিয়ন্ত্রণে এলে দুটি সার্বভৌম সম্পদ তহবিল গঠন করবে। এসব তহবিল শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। পাশাপাশি দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবহৃত হবে।

সম্প্রতি একটি প্রতিবেদন ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ইউনূস এক ছাত্রনেতাকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও নির্বাচনকালীন সময়সূচি নিয়ে ঐকমত্য না হলে তিনি পদত্যাগ করতে পারেন।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মুহাম্মদ ইউনূস বলেন, আমি বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দিইনি। যেহেতু আমি সেটা বাংলাদেশে বলিনি, যদি আমি জাপানে বলি, তাহলে আমার জন্য অনেক ঝামেলা হবে।

এদিকে ‘নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫’-এ মূল বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই।

তাছাড়া নতুন এক বাংলাদেশ গঠনে জাপানকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ জনগোষ্ঠী। তাদের মাধ্যমে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করা সম্ভব।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।