ভাবিকে হত্যার পর কাটা মাথা নিয়ে থানায় হাজির

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৩১ মে ২০২৫

এক হাতে কাটারি অন্যহাতে কাটা মাথা। এভাবেই জনবহুল রাস্তা ধরে হেঁটে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো এক যুবক। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর ভরতগড় এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই যুবকে গ্ৰেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্ৰেফতার হওয়া ওই যুবকের নাম বিমল মন্ডল এবং তার হাতে খুন হওয়া নারীর নাম সতী মন্ডল। পুলিশের জেরায় গ্রেপ্তার হওয়া যুবক বিমল মন্ডল জানিয়েছেন, কাটা মুন্ডুটি তার বড় ভাইয়ের বৌয়ের।

প্রাথমিক তদন্তে বাসন্তী থানার পুলিশ জানতে পেরেছে, বিমল মন্ডলের দাদা তিন মাস আগে মারা গেছেন। তারপর থেকেই কারণে-অকারণে ভাবির সঙ্গে প্রায় সময়ই অশান্তি লেগেই থাকতো। শনিবার (৩১ মে) ভাবির সঙ্গে হঠাৎ করেই অশান্তি শুরু হলে আচমকাই বিমল মন্ডল বাসায় থাকা কাটারি বের করে ভাবির গলায় সজোড়ে কোপ মারেন। কাটারির কোপ এতটাই জোরে ছিল যে সঙ্গে সঙ্গে ভাবির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়।

ভাবির পড়ে থাকা কাটা মুন্ডুটি মাটি থেকে তুলে হাতে নিয়ে সোজা রাস্তার ধার ধরে বাসন্তী থানায় এসে আত্মসমর্পণ করে ওই যুবক। জানা গেছে, ওই যুব্ক মানসিক ভারসাম্যহীন। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।