মোদীর পর এবার পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০১ জুন ২০২৫
অমিত শাহ

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রাজনৈতিক জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেস কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে সফরে এলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে বিশেষ বিমানে করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির একাধিক নেতা।

কলকাতার বিভিন্ন স্থানে শনিবার বিকেল থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে বিজেপির কর্মী-সমর্থকরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ির কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে সমর্থকদের অভিনন্দন জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বিমানবন্দর থেকে অমিত শাহর কনভয় ঢোকে বাইপাসের একটি পাঁচতারকা হোটেলে। সেখানেই রাজ্য বিজেপির বিশেষ কয়েকজনকে নিয়ে ঘরোয়া বৈঠক করবেন তিনি।

পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১ জুন) দিনভর তার একাধিক কর্মসূচি রয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মভিটায় যাবেন অমিত শাহ।

বিজেপির সাবেক সাংসদ সদস্য লকেট চ্যাটার্জি বলেন, পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে লোকজনের মধ্যে উৎসাহ বেড়ে গেছে। একদিকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে তারপরেই দক্ষিণবঙ্গে অমিত শাহর সফর। তাদের নেতৃত্বে যেভাবে দেশ চলছে তাতে আমরা গর্ববোধ করছি।

২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কয়েক দিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। এবার দেখার পালা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে নির্বাচন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কি ভাষায় আক্রমণ করেন?

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।