ভারতে প্লেন বিধ্বস্ত, দুর্ঘটনাস্থলে ভয়ংকর চিত্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১২ জুন ২০২৫
আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় প্লেনটি। ছবি: এনডিটিভি

ভারতের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

plane

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করে।

plane

উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
 
plane
 
দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
 
plane
 
প্লেন বিধ্বস্ত হওয়ার পর সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়ান কার্যক্রম স্থগিত করা হয়েছে।
 
সূত্র ও ছবি: এনডিটিভি 
কেএএ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।