ভারতের ড্রোন হামলায় শীর্ষ নেতারা নিহত: দাবি উলফার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৩ জুলাই ২০২৫
ভারত ও মিয়ানমার সীমান্ত। ছবি: এএফপি (ফাইল)

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনী ১৩ জুলাই মিয়ানমারে তাদের ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এতে তাদের তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

সংগঠনটি এক বিবৃতিতে দাবি করে, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এক ড্রোন হামলায় একজন শীর্ষ কমান্ডার নিহত হন এবং অন্তত ১৯ জন আহত হন। পরে আরও দুইজন সিনিয়র কমান্ডারও নিহত হন পরবর্তী হামলায়। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

ভারতীয় কর্তৃপক্ষ এখনো এই হামলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বা হামলার সত্যতা নিশ্চিত করেনি।

আরও পড়ুন>

উলফা আরও দাবি করেছে, মিয়ানমারে তাদের ঘাঁটির পাশাপাশি আরেক বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পগুলোতেও হামলা চালানো হয়েছে।

উলফা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের স্বাধীনতা দাবি করে, আর পিএলএ মণিপুর রাজ্যের।

উত্তর-পূর্ব ভারতের কিছু বিদ্রোহী সংগঠনের মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তারা সীমান্তের ওপারে ঘাঁটি স্থাপন করে থাকেন।

সূত্র: দ্য স্ট্রেট টাইমস, দ্য হিন্দু

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।