সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৬ জুলাই ২০২৫
সিরিয়ায় ইসরায়েলের হামলা। ছবি: এএফপি

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

রুবিও বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি—এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আমরা আশা করি এর দ্রুত সমাধান হবে, তবে আমরা খুবই উদ্বিগ্ন।

আরও পড়ুন>

পরে এক বিবৃতিতে রুবিও সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন, যেটিকে কেন্দ্র করেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করেছে।

তিনি বলেন, দক্ষিণ সিরিয়ায় চলমান সহিংসতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি সেখানে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টার জন্য সরাসরি হুমকি।

রুবিও জানান, এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইসরায়েল উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত এবং নিবিড় যোগাযোগ রাখছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন, বিশেষ করে গাজা ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়। তবে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এখন বেশি মনোযোগ দিচ্ছেন ট্রাম্প।

সূত্র: এএফপি

এমএসএম/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।