জাপানে রেকর্ড তাপমাত্রা, ধান চাষ নিয়ে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ আগস্ট ২০২৫
জাপানে একটি ধান ক্ষেত। ছবি: এএফপি

জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গুনমা প্রদেশের ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে (১০৭.২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছায়, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই ভয়াবহ গরমে সরকার জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং ধান চাষে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমের হিয়োগো প্রদেশের তাম্বা শহরে গত সপ্তাহে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছিল, যা এবার ছাড়িয়ে গেছে।

এদিকে দেশজুড়ে গড় তাপমাত্রা লাগাতার বেড়েই চলেছে এবং জাপান সাগরের পূর্বাঞ্চলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, যা ধান চাষ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করছে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

টোকিওর বাসিন্দা ৬৩ বছর বয়সী অটো-কারখানার কর্মী তাকেশি ইশিকাওয়া বলেন, আজ ভয়ানক গরম।

তাছাড়া তাপদাহের কারণে ধান চাষের এলাকায় ‘স্টিঙ্ক বাগ’ জাতীয় পোকা-মাকড়ের উপদ্রব বেড়েছে, যা ফসলের ক্ষতির অন্যতম কারণ হয়ে উঠছে।

অন্যদিকে, সরকারও আগামী দিনে খাদ্য ঘাটতি এড়াতে ধান উৎপাদন বাড়ানোর নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে।

কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, উচ্চ তাপমাত্রার ক্ষয়ক্ষতি ঠেকাতে আমাদের দ্রুত ও সংকটময় দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।