আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০১ অক্টোবর ২০২৫
ইন্টারনেট বন্ধ করার খবর গুজব। ছবি: এএফপি (ফাইল)

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার খবর গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। বরং পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে তিনদিন ধরে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে বুধবার প্রথমবারের মতো মুখ খুলেছে দেশটির তালেবান প্রশাসন।

পাকিস্তানি সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করার খবর পুরোপুরি গুজব। এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

নেটব্লকসের তথ্যমতে, গত সোমবার থেকে কাবুলসহ আফগানিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এবং টেলিফোন সেবাও ব্যাহত হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে, তালেবান প্রশাসন সাম্প্রতিক ইন্টারনেট বন্ধের খবর অস্বীকার করলেও গত মাসে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা অশ্লীলতা দমনের নামে কিছু প্রদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার এক বিবৃতিতে তালেবানকে অবিলম্বে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ব্ল্যাকআউট দেশের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আফগানিস্তানের ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করছে।

আরও পড়ুন>>
আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান

‘নৈতিকতা রক্ষায়’ আফগান প্রদেশে ওয়াই-ফাই নিষিদ্ধ করলো তালেবান

জাতিসংঘ জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নতায় ব্যাংকিং ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেছে, উড়োজাহাজ চলাচলেও মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা, প্রবাসী আয়।

সূত্র: আল-জাজিরা, ইউরো নিউজ
কেএম/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।