আইএসের সর্বশেষ ঘাঁটি দখল করেছে ইরাকি বাহিনী
ইরাকে আইএসের সর্বশেষ ঘাঁটি দখল করেছে সেনাবাহিনী। খবর বিবিসির।
সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা ফালুজ্জায় ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে। এটাই আইএসের সর্বশেষ ঘাঁটি ছিল।
সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান লে. জে. আবদুল ওয়াহাদ আল সাদি জানান, তাদের সাহসী সেনারা উত্তরাঞ্চলীয় গোলানে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। ওই একটি এলাকাই আইএসের দখলে ছিল। ওই এলাকাটি আইএসের কাছ থেকে পুনরুদ্ধারের পর আইএসের সবগুলো আস্তানাই দখলে আনা সম্ভব হলো।
তিনি বলেন, আমাদের শহরটা এখন পুরোপুরি স্বাধীন। এখন এই এলাকার নাগরিকরা মুক্ত জীবন-যাপন করতে পারবেন।
২০১৪ সালের জানুয়ারিতে ওই শহরটি দখল করেছিল আইএস।
টিটিএন/আরআইপি