যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাঁজার ওপর মার্কিন ফেডারেল বিধিনিষেধ শিথিলের সম্ভাবনা রয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে বক্তব্য দেওয়া কথা রয়েছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গাঁজা পুনঃশ্রেণিবিন্যাস নিয়ে ট্রাম্প বক্তব্য দিতে পারেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত নয়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পুনঃশ্রেণিবিন্যাস করার জন্য একটি নির্বাহী আদেশ বিবেচনা করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মাদক আইন অনুযায়ী গাঁজা শিডিউল-১ তালিকাভুক্ত। এই তালিকায় আছে হেরোইন, একস্ট্যাসি ও পেয়োটের মতো মাদকও রয়েছে।

ট্রাম্প জানান, গাঁজাকে শিডিউল-৩ এ স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় কোডিনযুক্ত ব্যথানাশক, কেটামিন ও টেস্টোস্টেরনের মতো ওষুধ রয়েছে।

আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি, বলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, গাঁজাকে শিডিউল-৩ এ স্থানান্তর করা হলে যুক্তরাষ্ট্রের গাঁজা শিল্পে বড় পরিবর্তন আসবে। এতে অপরাধমূলক শাস্তি কমতে পারে, চিকিৎসা গবেষণার সুযোগ বাড়বে এবং ব্যাংক ও বিনিয়োগকারীদের জন্য এ খাতে অর্থায়নের পথ খুলে যাবে।

এই খবরে ইতোমধ্যে ক্যানাবিস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। আইন বিশেষজ্ঞ স্টিভ লেভিন বলেন,গাঁজা পুনঃশ্রেণিবিন্যাস হলে এর নিয়ন্ত্রণ ও কর ব্যবস্থাপনা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা শুরু হবে।

সূত্র : রয়টার্স

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।