লেবাননের পাশে থাকবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ইসরাইলের আগ্রাসন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় লেবাননের পাশে থাকবে ইরান। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে লেবাননের ধর্মীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ঘোষণা দেন।

তিনি বলেন, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সমর্থনের পাশাপাশি লেবাননের অভ্যন্তরে ঐক্য ও সংহতি জোরদারের প্রতি ইরান সমর্থন দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্রনীতির মূলনীতি হলো প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করা এবং সাম্প্রদায়িক বিভক্তির উর্ধ্বে উঠে ফিলিস্তিনবাসীদের পাশে থাকা।

 এ সময় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা শেখ আহমেদ আল-জেইন বলেন,লেবাননের ধর্মীয় নেতা ও বুদ্ধিজীবীরা সব সময় মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ের প্রতি গুরুত্ব দিয়ে আসছে।
 
লেবাননের প্রতিনিধি দলে আছেন ইসলামিক অ্যাকশন ফ্রন্টের মহাসচিব শেখ জাহির আল  জায়িদ। লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেয়ার জন্য ইরানের প্রশংসা করেছেন তিনি। ইরানে অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে অংশ নিতে লেবাননের ধর্মীয় প্রতিনিধি দল এখন তেহরানে অবস্থান করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।