মালিকে ইবোলামুক্ত ঘোষণা


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২০ জানুয়ারি ২০১৫

মালি সরকার ও জাতিসংঘ মালিকে ইবোলামুক্ত ঘোষণা করেছে। ৪২ দিন দেশটিতে কোন ইবোলা আক্রান্ত ব্যক্তি পাওয়া না যাওয়ায় এ ঘোষণা দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী ওসমান জানান, ৬ ডিসেম্বর সর্বশেষ রোগির স্বাস্থ্য পরীক্ষা করে তার দেহে ইবোলার ভাইরাস পাওয়া যায়নি। এর পর থেকে এখন পর্যন্ত আর কোন ইবোলা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজ মালিকে ইবোলা ভাইরাস মুক্ত ঘোষণা করছি।’

ইউনাইটেড নেশনস মিশন ফর ইবোলা ইমারজেন্সি রেসপন্স (ইউএনএমইইআর)-এর মালি শাখার প্রধান ইবরাহিমা সোসে ফাল নিশ্চিত করেন যে পশ্চিম আফ্রিকার দেশটি ইবোলা ‘মহামারি থেকে বেরিয়ে’ এসেছে।

তিনি পৃথক এক বিবৃতিতে জানান, ৪২ দিনে নতুন করে মালিতে কেউ ইবোলা ভাইরাসে আক্রান্ত না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের প্রেক্ষিতে দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করা হল।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।