কোটি টাকার সম্পত্তির মালিক কুকুর


প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

তিন বছরের পোষ্য সারমেয়র (কুকুর) জন্য সব সম্পত্তি উইল করে দান করলেন এক প্রৌঢ়া।  নগদ টাকা, গয়না ছাড়াও তালিকায় রয়েছে একটি ট্রাস্ট ফান্ড। পাশাপাশি ২০১৪ সালের এপ্রিল মাসে পোর্ট সেন্ট লুসিতে একটি খামারবাড়ি কিনেছিলেন ওই নারী।  সারমেয়র নামে লিখে দিয়েছেন সেটিও। 

সব মিলিয়ে যার পরিমাণ প্রায় মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি) দাঁড়িয়েছে। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

রোজ অ্যান বোলাসনি নামে ওই নারী তাঁর জীবনের সমস্ত সঞ্চয় ও সম্পত্তি বেলা মিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেলা হল তাঁর পোষ্য মল্টিজ টেরিয়ার প্রজাতির সারমেয়।  

এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে প্রৌঢ়া জানিয়েছেন, আমরা চিরকাল ওকে আদরযত্নে রেখেছি। আমার নিজের মেয়ে নেই। বেলাকে মেয়ের মতোই পালন করেছি। তাই চাই যে, আমার মৃত্যুর পরও যেন ওর কোনও অসুবিধে না হয়। গত তিন বছরে বেলা মিয়া পরিবারের জন্য যা সময় দিয়েছে, তা কোনও মানুষ নিজের জীবনে এমনটা সম্ভব নয়।

মায়ের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন তার দুই ছেলে লুই ও রবার্ট। তার মতে, ছেলেদের কোনও সমস্যা নেই, কারণ, বেলা যা পাচ্ছে, তার চেয়ে তাঁরা বেশি কামাচ্ছে।  তাঁদের এই অর্থের প্রয়োজন নেই। ছেলেদের সম্বন্ধে বেশি না বললেও, পোষ্যকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত প্রৌঢ়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।