জামায়াতের ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: ১১:০১ এএম, ২১ জানুয়ারি ২০১৫

জামায়াতের ওয়েবসাইট হ্যাক হয়েছে। তবে বাংলাদেশে নয় পাকিস্তানে।  মঙ্গলবার সাইটটি হ্যাক হওয়ার পর তাতে `উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ` (বাংলাদেশকে রক্ষায় আমরা হ্যাক করি) লেখা ছিল।

পাকিস্তান জামায়াত-ই-ইসলামীর তথ্য সম্পাদক সাজ্জাদ আব্বাসীকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। হ্যাকাররা জামায়াতকে সতর্ক করে একটি বার্তা রেখেছে। এছাড়া দলটিকে `বিদ্রুপ` করার পাশাপাশি সাইটটির প্রচ্ছদে কয়েকটি ব্যঙ্গচিত্রও রেখে যায় তারা।
 
ওই বার্তায় বলা হয়, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে আমরা সতর্ক করে দিচ্ছি। আমাদেরকে আবার ফিরে আসতে বাধ্য করো না। এটি কোনো অনুরোধ নয়, এটি একটি সতর্কতা।
 
মঙ্গলবার ওয়েবসাইটটি হ্যাক হওয়ার কয়েক ঘণ্টা পরও এতে প্রবেশ করা যাচ্ছিল না বলেও প্রতিবেদনে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
 
তবে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ডাউন থাকায় সাইটিতে প্রবেশ করা যায়নি।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।