বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সমর্থন
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার দেশগুলোর বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনাকে সমর্থন দিয়েছে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বোকো হারামের হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে। খবর রয়টার্স।
নাইজারে আঞ্চলিক নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বোকো হারামের বিরুদ্ধে অভিযানে বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা এগিয়ে নিতে নাইজেরিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
ক্যামেরুন, নাইজার, নাইজেরিয়া ও বেনিনের পাশাপাশি চাদও এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। গত বছরের থেকে এ বহুজাতিক বাহিনী নিয়ে আলোচনা চললেও তাদের অভিযানের পর্যায় ও পরিধি নিয়ে বিভক্তির কারণে সেনা মোতায়েনের বিষয়টি বিলম্বিত হয়।
রোববার প্রতিবেশী দেশ ক্যামেরুনে বোকো হারামের যোদ্ধারা অনেককে জিম্মি করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে এ বিবৃতি দেওয়া হয়।
পরে প্রায় ২৪ জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হলেও নাইজেরিয়া সীমান্তের বাইরে বোকো হারামের যোদ্ধাদের অভিযান জোরদারের আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বোকো হারামের এ ধরনের কর্মকাণ্ড আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।
এএইচ