জাপানি জিম্মিকে হত্যা করেছে আইএস


প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

জাপানি দুই জিম্মি নাগরিকদের মধ্যে একজনকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সম্প্রতি  প্রকাশ করা একটি ভিডিও বার্তায় এ দাবি করেছে আইএস। এদিকে জিম্মি নাগরিককে হত্যার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি ভিডিও চিত্রটিকে ‘ভয়ানক’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বিবিসি।

জাপান এবং মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, তারা এখন ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। কারণ প্রকাশিত ভিডিওটি এর আগে আইএস এর হাতে সংঘটিত অন্য জিম্মি হত্যার চিত্রগুলো থেকে একটু আলাদা।

সদ্য প্রকাশিত এই ভিডিও চিত্রে বলা হচ্ছে, আটক জিম্মি নিরাপত্তা বিশেষজ্ঞ হারুনা ইয়াকুয়াকে হত্যা করা হয়েছে। তবে অপর জিম্মি সাংবাদিক কেনজি গোতো এখনও জীবিত আছেন।ভিডিওটিতে দেখা যায়, মিস্টার গোতোর হাতে একটি ছবি রয়েছে যাতে সম্ভবত মিস্টার ইয়াকুয়ার মৃতদেহ দেখানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ৪২ বছর বয়সী হারুনা ইয়াকুয়া সিরিয়ায় যাবার পর তাকে অপহরণ করে আইএস জঙ্গিরা। আর মিস্টার ইয়াকুয়াকে মুক্ত করতে অক্টোবর মাসে সিরিয়ায় গিয়ে আইএস এর হাতে জিম্মি হন খ্যাতনামা জাপানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ৪৭ বছর বয়সী কেনজি গোতো। সাম্প্রতিক ভিডিও চিত্রটি প্রকাশের আগে আইএস সদস্যরা জিম্মিদের মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করছিল।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।