দিল্লিতে ওবামা


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিতে তিনদিনের সফরে দেশটিতে পৌছেছেন  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সঙ্গে স্ত্রী মিশেল ওবামাও রয়েছেন। রোববার সকাল ১০টায় ভারতীয় বিমানবাহিনীর পালাম ঘাঁটিতে ওবামাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানের অবতরণ করে। বিমানবন্দরে ওবামাকে অভ্যথনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়া।



এদিকে, ওবামার সফর উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। হাজার হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা ছাড়াও রাজধানীতে ১৫,০০০ নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে। বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে বালির বস্তা দিয়ে নিরাপত্তা দেয়াল গড়ে তোলা হয়েছে।


২৬ জানুয়ারি সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। অনুষ্ঠানটিতে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হবেন তিনি।


এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।